আনোয়ারায় এনসিসি নিসর্গ শীর্ষক বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ২৫ জুলাই, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার হাজীগাঁও শোলকাটা এস জে নিজাম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল বৃহস্পতিবার এনসিসি নিসর্গ শীর্ষক বৃক্ষরোপণ কমসূচি পালন ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। এনসিসি ব্যাংক পিএলসি আনোয়ারা শাখার আয়োজনে এই কার্যক্রমে স্কুল প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধি গাছ রোপন করা হয় এবং শিক্ষার্থীদের মধ্যে কয়েকশ গাছ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা হিসাবরক্ষণ শহিদুল ইসলাম শহীদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউপ, সাংবাদিক এম নুরুল ইসলাম, মোহাম্মদ নেজাম উদ্দীন, হিজবুল্লাহ মোহাম্মদ সোহেল, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জুবায়ের করিম, স্কুল শিক্ষক মোহাম্মদ ঈসা খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধচবিতে আন্তর্জাতিক বৃত্তিপ্রাপ্ত ও গবেষণায় সাফল্য অর্জনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা