আনোয়ারা উপকূলীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল কাদেরের অবসর জনিত বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক–শিক্ষিকা ও ছাত্র–ছাত্রীর ব্যানারে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আকতার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজা শামসুন্নাহার ও মোহাম্মদ সিরাজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন চৌধুরী, রেজাউল করিম, আবুল কালাম আজাদ, সাবেক প্রধান শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত, নারায়ন বরণ সরকার, প্রধান শিক্ষক ওসমান গনি, সালাহ উদ্দিন আহমদ চৌধুরী, ইলিয়াস আজম, গাজী শফিউল আলম, ডাক্তার শফিকুল আলম, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ইকবাল হোসেন শিপু, গাজী মোহাম্মদ নাসির উদ্দিন, শওকত হোসেন সাহেদ, তালহা রহমান মুন্না, মোহাম্মদ হারুন,কামাল উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আকতার বলেন, উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন আদর্শবান গুণী শিক্ষক। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।