চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২হাজর ৮শ ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খোদ্দগহিরা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকৃত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির জিডির ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারির সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে অবৈধ ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
খবর পেয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়।
আটক দুইজনের দেহ তল্লাশি চালিয়ে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস ইয়াবা এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে আরও ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। ইয়াবাগুলোর মোট ওজন ২৪১.৭৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদক সেবীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) মো. আব্দুর রহিম মিয়া বলেন, ‘সম্পর্কে তারা জামাই-শ্বশুর। গহিরার নুরুন্নবীর বসতঘরের সামনের উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো এমন সংবাদ পেয়ে তাদের গ্রেফতার করে যৌথবাহিনী। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।’












