আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের অভিযানে ১৪ বছরের এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ ও কিশোরির বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ১৫ দিন আগেই এই কিশোরীর বিয়ে ইসলামি শরীয়ত মোতাবেক সম্পন্ন করা হয়। আজ সোমবার ছিল আনুষ্ঠানিক খাওয়া–দাওয়া ও কনেকে তুলে দেওয়ার দিন। এর একদিন আগেই বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন। অভিযানে ইউএনও ছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, গতকাল দুপুরে একটি ফোন কলের মাধ্যমে ঘটনাটি বিস্তারিত অবহিত হয়ে অভিযান পরিচালনা করে ১৪ বছরের কিশোরির বাল্য বিবাহ আয়োজন বন্ধ করি এবং কিশোরির বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মেয়েটির পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে তিনজনের জিম্মায় তাকে দেওয়া হয়েছে।