আনোয়ারায় আ. লীগের ৪ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৪ চেয়ারম্যান প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন উপজেলা রিটার্নিং অফিসার। গতকাল সোমবার বিকেলে প্রতীক বরাদ্দের দিনে এই ঘোষণা দেওয়া হয়। নির্বাচিতরা হলেন উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নোয়াব আলী, বারখাইন ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য হাসনাইন জলিল চৌধুরী শাকিল ও চাতরী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপজেলার বটতলী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল মনোনয়নপত্র দাখিল করে। যাচাই-বাছাইয়ের দিনে ঋণ খেলাপির অভিযোগে প্রার্থীতা হারায় সোহেল। পরে আপিলেও তার প্রার্থীতা বাতিল হওয়ায় আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক এমএ মান্নান চৌধুরীকে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। বৈরাগ ও বারখাইন ইউনিয়নে নোয়াব আলী ও হাসনাইন জলিল চৌধুরী শাকিল ছাড়া কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়। অপর দিকে চাতরী ইউনিয়নে আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সাথে তাঁর পিতা সামশুদ্দিন আহমেদ চৌধুরী মনোনয়নপত্র দাখিল করলেও পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে নিলে এই ইউনিয়নেও চেয়ারম্যান নির্বাচিত হন নৌকার প্রার্থী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আনোয়ার খালেদ জানান, আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১১ বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধসাগরের তলদেশে চুরি!