আনোয়ারায় আবু বকর ছিদ্দিক (রা:) সুন্নিয়া মাদরাসার সালানা জলসা

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

আনোয়ারা বেলচূড়া আবু বকর ছিদ্দিক (রা🙂 সুন্নিয়া দাখিল মাদ্রাসার ২১ তম সালানা জলসা গত ২০ ডিসেম্বর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি কাজী শাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মুহাম্মদ মঈন উদ্দিন আশরাফী। তিনি বলেন,বর্তমানে মাদরাসা শিক্ষায় গুণগত পরিবর্তন এসেছে। সৎ নীতিবান মানুষ গড়তে দ্বীনি ও নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। প্রধান বক্তা ছিলেন মাওলানা গাজী মুহাম্মদ আবুল কালাম বয়ানী। বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান, মোহাম্মদ মুজিবুর রহমান, আহমদ নুর। বক্তব্য রাখেন মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মদ শামসুল হুদা মুনির, আব্দুর রহিম, মো. মোরশেদ আলম মুন্সি, মফিজ উল্লাহ, আব্দুল মান্নান, নাজিমুদ্দিন কাদেরী, মোহাম্মদ জসীম উদ্দীন, নুরুল ইসলাম নুরু, হাজী মাহমুদুর রহমান, মো.ইসমাইল, মুহাম্মাদ লোকমান সওদাগর, হাফেজ মোহাম্মদ দেলোয়ার, লোকমান, ফুরকান। মিলাদকিয়াম শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের জামেয়া মাদরাসা পরিদর্শন