আনোয়ারায় আবদুছ সালাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুছ সালাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকালে রাঙ্গাদিয়া সিইউএফএল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। গোবাদিয়া ইয়াং জেনারেশন ক্লাব আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় চন্দনাইশ ফুটবল একাডেমি টাইব্রেকারে বখতেয়ার সোসাইটি ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। মরহুম আবদুছ সালাম চৌধুরীর জৈষ্ঠ পুত্র আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অতিথিদের মাঝে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রব চৌধুরী টিপু, আর.এম.নিলয় হিরু’র প্রতিনিধি মো. রবিউল হোসেন রবি, বাইক মিউজিয়ামের স্বত্ত্বাধিকারী জসিম উদ্দিন, লায়ন নজরুল ইসলাম, সিইউএফএল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুর রহিম , মো. সেলিম ও চন্দনাইশ ফুটবল একাডেমীর ম্যানেজার মো. রাশেদ। খেলা পরিচালনা করেন, ক্রীড়া সংগঠক আব্দুল মহিদ চৌধুরী শিপন। খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স-আপদলকে ট্রফি ছাড়াও যথাক্রমে ৪০ হাজার ও ২০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। উল্লেখ্য গত ১৩ নভেম্বর বারশত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুছ সালাম চৌধুরী স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১৬ টি দল এতে অংশ গ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচেই বিদায় স্বাগতিক চট্টগ্রাম জেলার