আনোয়ারায় অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার উপজেলার হাইলধর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কুনিরবিল এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় আনোয়ারা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত মো. সেলিমের পুত্র মেজবাহ উদ্দিন বলেন, সকাল ৯টায় হাইলধর ইউনিয়নের কুনিরবিল আবুল খাইয়েরের বাড়ির জসিম উদ্দিনের ঘরে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন ছড়িয়ে পড়লে মোহাম্মদ মোরশেদ, সেলিম উদ্দিন, নাছির উদ্দিন ও কেরামত আলীর ঘর পুড়ে যায়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ বেলাল জানান, খরব পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত।