আনোয়ারায় আগুনে ক্ষতি ২ কোটি টাকা অক্ষত ব্যাংকের ভল্ট

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

আনোয়ারা চাতরী চৌমুহনীতে গত রোববার রাতের ভয়াবহ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। এতে বেসরকারি একটি ব্যাংকের শাখাসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ব্যাংকর ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, ব্যাংকের নিরাপত্তা ভল্ট অগ্নি নিরোধক হওয়াতে গ্রাহকের আমানতের কোনো ক্ষতি হয়নি। শতভাগ অনলাইন ব্যাংকিং হওয়াতে সব ধরনের ডাটাও সার্ভারে সংরক্ষিত আছে। গ্রাহকের স্বার্থ সংশ্লিষ্ট জরুরি সব ডকুমেন্টস ভল্টে থাকায় তাও রক্ষা পেয়েছে।

আপাতত গ্রাহক এটিএম বুথ ও নিকটস্থ যেকোন শাখা থেকে লেনদেন করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে শাখার অপারেশনাল কার্যক্রম চালুর চেষ্টা চলছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ভোজনবাড়ি রেস্টুরেন্টের মালিক ইয়াছিন হিরু জানান, তার দোকানে প্রায় ৬০ লাখ টাকার ডেকোরেশন পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ। চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখাসহ ২০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা হবে বলে জানতে পেরেছি।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসরকারের পদত্যাগের দাবিতে গণজাগরণ সৃষ্টি করতে হবে