আনোয়ারায় আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি ফুটবল সম্পন্ন

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

আনোয়ারায় পারকী সমুদ্র সৈকতে আখতারুজ্জামান চৌধুরী বাবু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খেলায় বখতিয়ার পাড়া প্রিমিয়ার ফুটবল একাদশ ৩-১ গোলে ডিএপি সার কারখানা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বারশত ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পারকী ইয়ং সোসাইটির পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহর সভাপতিত্বে খেলার উদ্বোধক ছিলেন এম.এ. রশিদ। অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ডিএপি সার কারখানার জিএম আলমগীর জলিল, ডিএপি সার কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইসমাইল ও সাধারণ সম্পাদক মো. মাসুদ জাহাঙ্গীর।

পূর্ববর্তী নিবন্ধতাবিথকে হারিয়ে বাফুফের সহ-সভাপতি হলেন মহিউদ্দিন
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় চেয়ারম্যান গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট