আনোয়ারায় অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবৈধ বালুমহালের বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের গোদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, অবৈধ বালুমহালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় মোহাম্মদ শফিকের অবৈধ বালু জব্দ করে নিলামে তিন লাখ ১০হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৩শ শতক জমির ধানের চারা নষ্ট করল দুর্বৃত্তরা
পরবর্তী নিবন্ধসাংবাদিক আলমগীর সবুজের মায়ের ইন্তেকাল