চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার বরুমছড়া ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের প্রেস রিলিজে জানানো হয়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা যৌথভাবে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১টি মামলায় দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় আনোয়ারা থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
        











