আনোয়ারায় অনূর্ধ্ব-১৫ ফুটবল একাডেমির প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার বিকালে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। আনোয়ারা ফুটবল একাডেমির সভাপতি ক্রীড়া শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও শিক্ষক হোসেন ফারুকের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা ফুটবল একাডেমির টিম ম্যানেজার নবি হোসেন রুবেল, ক্রীড়া সংগঠক মুহাম্মদ সোহেল, ভিংরোল তরুণ সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, সমাজসেবক প্রণয় বড়ুয়া।