আনোয়ারায় অগ্নিকান্ডে ৩ টি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল সোমবার ভোর ৫ টায় উপজেলার বারখাইন ইউনিয়নের উত্তর হাজী গাঁও গ্রামের টোনা গাজীর বাড়িতে ঘটনা ঘটে। মশার কয়েল থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো.শাহেদ জানায়, গত সোমবার ভোর ৫ টার দিকে উত্তর হাজী গাঁও গ্রামের টোনা গাজীর বাড়ির নুরুল ইসলামের গরুর ঘরে মশা তাড়ানোর জন্য দেয়া কয়েল থেকে আগুন ধরে যায়। বাড়ির লোকজন আগুন নেভাতে এগিয়ে আসলেও তৎক্ষণাত ৩ টি গরু দগ্ধ হয়ে পুড়ে মারা যায়। সেই সাথে গরু ঘরটিও পুড়ে যায়।
এসময় ৫ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন জানায়,আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও তার আগেই ৩টি গরু মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়।









