আনোয়ারার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান জানান, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মরিয়ম বেগম বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান আযাদ
পরবর্তী নিবন্ধহাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং!