আনোয়ারার সাবেক নারী ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ১১:২৮ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বন্দর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জামান জানান, থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার মরিয়ম বেগম বদনী আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা