আনোয়ারার সাবেক নারী চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৫:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম বদনী মেম্বারের ছেলে আক্তার হোসেন প্রকাশ আকতার (৪১)-কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী থানাধীন বৈরাগ ২ নম্বর ওয়ার্ড উত্তর বন্দর গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

এ-সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে আকতার নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিজ বাড়ির উঠানেই ছেলের প্রাণ নিলেন পিতা
পরবর্তী নিবন্ধঈদগাঁও’তে রোগীদের মানবেতর দুর্ভোগ, স্বাস্থ্যকেন্দ্রে ঢুকতেই হাঁটু সমান নোংরা পানি