আনোয়ারার যুবলীগ নেতা গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ২:৪৬ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার যুবলীগ নেতা ও ডিএপি সার কারখানা ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শাহজালাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

শাহজালাল চৌধুরী উপজেলার বৈরাগ ইউনিয়ন কান্তির হাট গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামী লীগের আমলে দলের প্রভাব কাটিয়ে ডিএপি সার কারখানা ক্যাজুয়াল শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতির পদ বাগিয়ে নেওয়া ও নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শাহজালাল নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বউ-শ্বাশুড়িসহ নিহত তিন
পরবর্তী নিবন্ধচুনতির হারানো বনাঞ্চল ফেরাতে দেশীয় প্রজাতির বৃক্ষরোপণ