আনোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করতে চাই

গণসংযোগকালে সরওয়ার জামাল নিজাম

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৩ (আনোয়ারাকর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিগত ৩ বার এমপি থাকাকালীন আনোয়ারা কর্ণফুলীতে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছি। কোনো ধরনের, দুর্নীতি আর অন্যায় কাজে কাউকে সুযোগ দিইনি। ধানের শীষে আমাকে নির্বাচিত করা হলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মাদক নির্মূল, সন্ত্রাস, চুরিডাকাতি বন্ধ, নারী শিশুর উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, চিকিৎসাসহ দল মত নির্বিশেষে এলাকার উন্নয়নে আমি নিজেকে উৎসর্গ করতে চাই।

গতকাল বৃহস্পতিবার আনোয়ারার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে নির্বাচনী গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন,সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী ভিপি মোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, মুস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, সাবেক চোরম্যান হাছান চৌধুরী, মেজবাহউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো.শাহজাহান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইকবাল হায়দার চৌধুরী, রফিকুল ইসলাম খোকা, এম.নজরুল ইসলাম,নঈম উদ্দীন, যুবদলের সভাপতি হারেচ আহম্মেদ, সাধারণ সম্পাদক মো.ফারুক প্রমূহ।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় প্রজন্ম লীগ সভাপতিসহ আটক ২
পরবর্তী নিবন্ধইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে