আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়ন পরিষদের উপ–নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গত সোমবার দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়ন পত্র জমা দানকারী প্রার্থীরা হলেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুল হক চৌধুরী, স্বতত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলী, হাসান জিয়াউল ইসলাম ও আবদুল মালেক মানিক। তার আগে গত সোমবার দুই স্বতত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. নাজিম উদ্দীন সুজন ও নাজিম মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।
পরৈকোড়া ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ ৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এ নিয়ে গত দুই দিনে ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।












