আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে সিপাহির সড়ক সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় বিএনপি নেতারা। গতকাল মঙ্গলবার স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে জুঁইদন্ডী ইউনিয়নের সিপাহির সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন চলাচল অযোগ্য হয়ে পড়ে আছে। সড়কটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টি হলেই সাধারণ মানুষের যাতায়াতের সীমাহীন দুর্ভোগ বেড়ে যায়। সড়কের দুই প্রান্তে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বর্ষাকালে স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তি আর কষ্ট পোহাতে হয়। তাই জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার প্রয়োজন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জাহেদুল ইসলাম চৌধুরী কনক, দুবাই বিএনপি নেতা মোহাম্মদ আলম, উপজেলা যুবদলের সদস্য আজিজুল হক, জুঁইদন্ডী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জসিম উদ্দিন, শ্রমিক দলের সাবেক আহবায়ক রাশেদুল ইসলাম রুবেল, ইকবাল হোসেন।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, কাঁচা সড়ক সংস্কারের বিষয়ে একটি স্মারকলিপি পেয়েছি। দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।