আনোয়ারার ইয়াবা ব্যবসায়ী সাবেরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। সাবেরুল আনোয়ারার দক্ষিণ পরুয়াপাড়ার মৃত আব্দুল হামিদের ছেলে।
মামলার অভিযোগে বলা হয়, সাবেরুল ইসলাম কিছুদিন আগেও নৌকার মাঝি ছিলেন। সাগরে মাছ ধরার পাশাপাশি জড়িয়ে পড়েন ইয়াবা ব্যবসায়ে। টেকনাফ থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। ইয়াবা ব্যবসায়ের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক পর্যায়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে তার অবৈধ সম্পদের খোঁজ মেলে।
প্রাথমিক অনুসন্ধানের পর দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক।
দুদকে দেওয়া সম্পদের বিবরণীতে সাবের ২৭ লাখ ৯০ হাজার ২৩১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এতে তিনি ৮২ লাখ ৭৬ হাজার ২৩১ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।