আনোয়ারা ক্রিকেট একাডেমি আয়োজিত ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে ৩ উইকেটে জিতেছে বাঁশখালী ক্রিকেট একাডেমি। গতকাল শনিবার আনোয়ারা উপজেলা সংলগ্ন মাঠে প্রথমে টস জিতে ব্যাট করে আনোয়ারা ক্রিকেট একাডেমি। তারা ২১ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করে সাইম। এছাড়া তৌকির ২১ ও শাওন ১৮ রান করে। বাঁশখালী ক্রিকেট একাডেমির পক্ষে সোহান ৪টি এবং মালেক, ইমতিয়াজ, তানভির, তৌহিদ ১টি করে উইকেট লাভ করে। জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে নয়ন জুনিয়র ৪৩,আজগর ১৩,নয়ন ১২ রান করেন। আনোয়ারা ক্রিকেট একাডেমির পক্ষে সাইম ৩টি এবং মিনহাজ ২টি উইকেট লাভ করে। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা ক্রিকেট একাডেমির পরিচালক দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মো. সুমন শাহ,বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ সাংবাদিক মোহাম্মদ এরশাদ, ব্রাইট ক্রিকেট একাডেমির কোচ জনি,আনোয়ারা ক্রিকেট একাডেমির সহকারী কোচ অভি প্রমুখ।











