আনোয়ারা সেনাবাহিনীর অভিযানে মোঃ রহিম (৩২) নামের এক মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রহিম স্থানীয় মৃত রফিকের ছেলে। আইনি প্রক্রিয়ার জন্য তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা আর্মি ক্যাম্প কমান্ডার বলেন, স্থানীয় গোপন সূত্রে অভিযান চালিয়ে অভিযুক্ত রহিমকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার বাড়ি তল্লাশি করে ১০ পিচ ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও সেবনকারী। তার বিরুদ্ধে মামলা দিয়ে আনোয়ারা থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।