জাতীয় শিশু–কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাজনীন মেহেজাবীন চৌধুরী। গত ১৫ মে সকালে ঢাকার আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় শিশু–কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুঃ আঃ হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট শায়েখ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশাবন্দী, সরকারি মাদ্রাসা–ই–আলিয়ার অধ্যক্ষ মাওলানা মো: আবদুর রশিদ ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ হারেজ আহমদ প্রমুখ।
আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, তাজনীন মেহেজাবীন চৌধুরী আমার বিদ্যালয়ের একজন আদর্শ শিক্ষার্থী। তার কৃতিত্বে শুধু বিদ্যালয় নয় পুরো আনোয়ারাবাসী সম্মানিত হয়েছে। সে জাতীয় শিশু–কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩–২৪ অংশগ্রহণ করে এ উপজেলা থেকে শুরু করে পর্যায়ক্রমে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে গিয়েও চ্যাম্পিয়ান হয়েছে। তাজনীন মেহেজাবীন চৌধুরী আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের দশম শ্রেণির ছাত্রী। আনোয়ারার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের ফারুক চৌধুরী ও ডুমুরিয়া–রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহীন আকতারের কন্যা।