আনোয়ারা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ২ মার্চ, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

আনোয়ারা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি কলেজ মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আকতার। আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো.শহীদ, আনোয়ারা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মোসলেহ উদ্দীন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক রুবিনা আক্তার,ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ সাইয়েদুল আবরার, প্রশান্ত কুমার চৌধুরী। প্রভাষক কুমকুম খাইর ও প্রভাষক মো.হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রভাষকদের মাঝে নুরুল ইসলাম, দিলীপ কুমার সরকার, ফরিদা ইয়াসমিন, মনিরা সুলতানা, দিশারী বড়ুয়া, আব্বাস আলী, কানিজ তাসলিম,রাজিয়া সুলতানা,আবুল কাশেম, সুজন আর্চায্য, নিলীমা রানী, আনিসুর রহমান, মনির উদ্দিন, সিদুল কান্তি বড়ুয়া। ক্যারাম প্রতিযোগিতায় অপু নাথ, জাহেদুল ইসলাম, মাহিয়া জান্নাত, মিফতাহুল জান্নাত, দাবায় আশরাফুল ইসলাম, সুমাইয়া সুলতানা, লুডু প্রতিযোগিতায় জান্নাতুল ফেরদৌস নাইমা, দৌড় প্রতিযোগিতায় ইমরুল হোসেন, চাকতি নিক্ষেপে এসএম রাবিদ ইসলাম প্রথম স্থান অধিকার করে পুরস্কৃত হয়েছেন। প্রতিযোগিতার ১৪টি ইভেন্টে অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে পুরস্কার লাভ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ফ্রেন্ডস্‌ ক্লাবের অলিম্পিক ফুটবলে বড়ইতলি একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের হারে বাংলাদেশ বাড়তি পাচ্ছে ২ কোটি ৫৫ লাখ টাকা