আনোয়ারা বেগম

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড শাখার সহসভাপতি এ.টি.ম খোরশেদুল ইসলামের মাতা আনোয়ারা বেগম (৯৮) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহেরাজেউন)। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতীনাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল আছরের নামাজের পর চন্দনাইশ পশ্চিম কেশুয়া পূর্বপাড়া জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আনোয়ারা বেগমের ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, মহাসচিব স..ম আব্দুস সামাদ, চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলায়মান ফারুকী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিপু প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএফজিএফ গোল্ড মেডেল মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা মো. হোসেন