বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড শাখার সহসভাপতি এ.টি.ম খোরশেদুল ইসলামের মাতা আনোয়ারা বেগম (৯৮) গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতী–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল আছরের নামাজের পর চন্দনাইশ পশ্চিম কেশুয়া পূর্বপাড়া জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। আনোয়ারা বেগমের ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন, মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, চন্দনাইশ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোলায়মান ফারুকী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিপু প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।