পটিয়ায় এবিটস টাইগার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সীতাকুন্ড অগ্রদূত ক্লাবকে ৪–১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে আনোয়ারা বখতিয়ার সোসাইটি ফুটবল দল। গতকাল শনিবার বিকেলে উপজেলার খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় খেলায় শুরু থেকে একের পর এক সংঘবদ্ধ আক্রমণ রচনা করে প্রতিপক্ষ শিবিরকে ব্যতিব্যস্ত রাখে অভিজ্ঞ আনোয়ারা বখতিয়ার সোসাইটি। প্রথমার্ধে বখতিয়ার সোসাইটি মো. হাসানের গোলে ১–০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় গোল আসে একই দলের মো. সাজ্জাদের পা থেকে। ম্যাচের দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলের দেখা মিলে সৈনিকের দারুণ নৈপূণ্যে। সীতাকুন্ড অগ্রদূত ক্লাব পুরো ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও দুর্বল শটের কারণে গোলের সুযোগ হাত ছাড়া হয়। পরে সীতাকুন্ড অগ্রদূতের শহীদের পা থেকে আসে এক গোল। খেলার ফলাফল দাঁড়ায় ৩–১। খেলার শেষের দিকে এসে আনোয়ারা বখতিয়ার সোসাইটির মো. আরমান দলের পক্ষে ৪র্থ গোল করে। ফলে ৪–১ গোলে এগিয়ে যায় বখতিয়ার সোসাইটি। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক, এম ইদ্রিচ চৌধুরী অপু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিআইপি ফোরকান রুবেল।