আনোয়ারা উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী ও সদস্যদের নিয়ে স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আনোয়ারা শিবিরের সাবেক শতাধিক সাথী সদস্য। এসময় সাবেক ও বর্তমান দায়িত্বশীলদের আগমনে মিলন মেলায় পরিণত হয়।
গত ১০ জানুয়ারি নগরীর একটি হাসপাতালের হলরুমে এই স্মৃতিচারণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে সেক্রাটারী আবুল হাছান খোকার সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সূরা ও কর্ম পরিষদের সদস্য দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর আনোয়ারুল আলম চৌধুরী। এসময় স্থানীয় সংগঠন ও আগামীর পরিকল্পনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা করেন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বক্তব্য দেন, সদরঘাট থানার জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর,পাচলাইশ থানার আমীর অধ্যক্ষ মাহবুবুল হাছান রুমী, ডা. মোহাম্মদ ইলিয়াস, মাওলানা মোহছেন আল হোসাইন, আনোয়ারা থানার ছাত্রশিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোহাম্মদ শহীদুল্লাহ্, সাংগঠনিক সেক্রেটারী সাইয়েদ মোহাম্মদ আতিক জামালী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।