সেনাবাহিনীর সহযোগিতায় দেশের বিভিন্ন থানার কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায়ও স্বল্প পরিসরে শুরু হয়েছে থানার কার্যক্রম। গতকাল শনিবার আনোয়ারা ও হাটহাজারী থানায় পুলিশ সদস্যরা কার্যক্রম চালু করেছেন। এছাড়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া থানার কার্যক্রম অস্থায়ী ভবনে শুরু হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে থানার কাজ শুরু হয়েছে।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, গতকাল আনোয়ারা থানার অনলাইন সেবা কার্যক্রম শুরু হয়েছে। জনজীবনে ফিরে আসছে স্বস্তি। দোকানপাট, ব্যবসা–বাণিজ্য চলছে স্বাভাবিক নিয়মে। মানুষকে আশ্বস্থ করতে সেনাসদস্যদের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় আনোয়ারা থানার অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও ১১টি ইউনিয়নে সেনা টহল অব্যাহত আছে। চাতরী চৌমুহনী, রুস্তমহাটসহ বড় বাজারগুলোতে বেচাকেনা স্বাভাবিক। ব্যাংকগুলোতে লেনদেন ক্রমান্বয়ে বাড়ছে।
জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় থানা ভবন আক্রান্ত হলেও সেনাবাহিনীর পদক্ষেপে আনায়ারায় সেরকম কিছু ঘটেনি। যেকারণে আনোয়ারা থানার পুলিশ সদস্যরা নিরাপদ রয়েছে। স্বল্প সময়ের মধ্যে থানার সব ধরনের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে।
আনোয়ারা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, বাংলাদেশ সেনাবাহিনী, রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র জনতার সহায়তায় আনোয়ারা থানায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তায় অনলাইন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে সব কাজ এখন স্বাভাবিক হবে। আমরা সকলের সহযোগিতা কামনা করি।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, হাটহাজারী থানা পুলিশের রুটিন কার্যক্রম শুরু হতে চলেছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে কর্মস্থলে আসতে শুরু করেছেন। এতে করে জনমনে স্বস্তিভাব দেখা দিয়েছে। গতকাল শনিবার থানার মাইকে এলাকার শান্তি শৃঙ্খলা বজার রাখার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হচ্ছে।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে উঠলে সারা দেশের মত হাটহাজারী থানায়ও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। এতে করে থানার পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে নিজেদের কার্যক্রম থেকে বিরত থাকেন। ক্রমে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় পুলিশ সদস্যরা নিজেদের দায়িত্ব পালন শুরু করতে যাচ্ছেন। গতকাল শনিবার থানা থেকে বার বার মাইকিং করে স্থানীয়দের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সকলকে দেশের স্বার্থে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
হাটহাজারী মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, গত শুক্রবার রাত থেকে পুলিশ সদস্যারা কর্মস্থলে আসতে শুরু করছে। গতকাল শনিবার দুপুরে স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, আশা করছি কয়েকদিনের মধ্যে আমরা পুরোদমে জনগণকে সেবা দিতে পারব। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে।
লোহাগাড়া : লোহাগাড়া প্রতিনিধি জানান, লোহাগাড়া উপজেলা সদর বটতলী স্টেশনে একটি কমিউনিটি সেন্টারে অস্থায়ী থানার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।
পুলিশ জানায়, অস্থায়ী থানার কার্যক্রম শুরুর পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বিষয়ে ১১টি অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগীরা। এই পর্যন্ত ৩০ জন পুলিশ সদস্য যোগদান করেছেন।
কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী ইনজামামুল হক যুবরাজ জানান, উপজেলাবাসীর সুবিধার্থে যথাযথ আইনী সহায়তা পেতে কোনো বিনিময় ছাড়া পুরো কমিউনিটি সেন্টার অস্থায়ী থানা হিসেবে ব্যবহারের জন্য দেয়া হয়েছে। পুলিশের যতদিন প্রয়োজন হয় সেটি অস্থায়ী থানা হিসেবে ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, যতদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত থানা ভবন সংস্কার কাজ শেষ না হবে, ততদিন পর্যন্ত ওই কমিউনিটি সেন্টারে অস্থায়ী থানার কার্যক্রম চলবে। অস্থায়ী থানা কার্যালয়ে এসে সেবাপ্রার্থীদের সেবা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর একদল দুর্বৃত্ত থানা ভবন ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেয়। এতে থানা ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেন।