চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর আর্থিক পৃষ্টপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আনোয়ারা ফুটবল একাডেমি। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের নিজেদের দ্বিতীয় ম্যাচে আনোয়ারা ফুটবল একাডেমি ৩–০ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
আনোয়ারা ফুটবল একাডেমির পক্ষে মো. আকিল ২টি গোল করে দলের জয়ে বড় অবদান রাখে। অপর গোলটি করে অধিনায়ক নাঈম। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের পক্ষে দুই গোল করা মো. আকিল। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ। টুর্নামেন্টের ‘খ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ফরিদ ফুটবল একাডেমিকে ২–০ গোরে পরাজিত করে টুর্নামেন্ট শুরু করেছিল। আর গতকাল দ্বিতীয় ম্যাচটিও জিতে নিজেদের শেষ চারে নিয়ে গেল আনোয়ারা ফুটবল একাডেমি। এই গ্রুপের আরেক দল চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি কোন ম্যাচ না জিতে বিদায় নিল টুর্নামেন্ট থেকে। অপরদিকে ফরিদ ফুটবল একাডেমি এক ম্যাচে জিতলেও শেষ চারে যেতে পারেনি। আজ টুর্নামেন্টের একটি মাত্র খেলা অনুষ্ঠিত হবে। আর সে খেলায় একরাম ফুটবল একাডেমি এবং পটিয়া ফুটবল একাডেমি পরষ্পরের মোকাবেলা করবে। বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। আগামীকাল শেষ হবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা।