আনোয়ারা উপজেলা শাখা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী দল দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাকের নেতৃত্বে র্যালিটি পিএবি সড়ক, চাতুরী চৌমুহনী বাজার হয়ে টানেল রোডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিকদল আনোয়ারা উপজেলার সভাপতি ওমর ফারুক। যুবদল আনোয়ারা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, তৈয়ব আলী, আবু বক্কর, আরিফুল ইসলাম রনি, আব্দুর রহিম, জিকু, মামুন, সায়মন, শাহেদ, ফারুক, আজম প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।