দক্ষিণ জেলা বিএনপির জনসভা সফল করতে আনোয়ারা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় শনিবার বিকেল তিনটায় আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে যোগদান করে সমাবেশ সফল করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকু, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, ভিপি মোজাম্মেল, জামাল আনচারী, ফরিদুর রহমান, মামুনুর রশিদ, নাজিমুর রহমান চৌধুরী, এড. আব্দুর রহিম বজলু, এখলাছ, আলমগীর, ইউনুছ, মোহাম্মদ জসিম উদ্দিন, মাসুদ, মোঃ আবচার জলিল, মোঃ হাসান, নুর আলী, নজরুল, নুর ইসলাম, লোকমান, সৈয়দ সওদাগর, জাফর, শিপু, ফারুক আহমদ, নুর তানজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।