আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে টানেল দেখবে ৩১৫ শিক্ষার্থী

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার বঙ্গবন্ধু টানেল দেখবে শিক্ষার্থী, শিশু, এতিম ও মুক্তিযোদ্ধাসহ ৫ শতাধিক মানুষ। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে টানেল বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩১৫ জন শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এতিম, মুক্তিযোদ্ধাসহ ৫ শতাধিক মানুষকে সকাল ১১টায় আনোয়ারা উপজেলা পরিষদ থেকে বাস যোগে টানেল টু পতেঙ্গা বিচ ঘুরে দেখানো হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন বলেন, গত ৩০ অক্টোবর অনলাইনে বঙ্গবন্ধু টানেল নিয়ে রচনার প্রতিযোগীতা আয়োজন করা হয়।

এতে উপজেলার মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। টানেল এপ্রোচ সড়কসহ দৈর্ঘ্য ৩ দশমিক ১৫ কিলোমিটারের সাথে মিল রেখে অন লাইনে আবেদনকারীদের মধ্য থেকে প্রথম ৩১৫ জন আবেদনকারী শিক্ষার্থী টানেল দেখার সুযোগ পাবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন জানান, সোমবার ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৫ শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, এতিম শিশু, মুক্তিযোদ্ধাসহ ৫ শতাধিক ব্যক্তিবর্গকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু টানেল ঘুরে দেখানো হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা – ১
পরবর্তী নিবন্ধভোলা জেলা সমিতি চট্টগ্রামের সাধারণ সভা