আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির গঠন করা হয়েছে। গত সোমবার আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক ফাহমিনা আক্তার সাত সদস্যের এডহক কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যদের মাঝে আনোয়ারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক কে এম ইমরান এমি, ক্রীড়া সংগঠক মহসিন পারভেজ, ক্রীড়া সংগঠক আমিন ফারুক ও ছাত্র প্রতিনিধি শাহেদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধনিজেদের ভেন্যুতেও হেরেই চলেছে সিলেট
পরবর্তী নিবন্ধনিজেকে তারকা নয়, সাধারণ মানুষ মনে করেন নাহিদ রানা