আনোয়ারা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ছগির আজাদ গ্রেপ্তার

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সগীর আহমেদ আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির মিছিলে হামলাসহ দুইটি নিয়মিত মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅর্ধশত বিচারক-কর্মকর্তার বিষয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
পরবর্তী নিবন্ধআলু-পেঁয়াজ মাগনা দিচ্ছেন নাকি ? ভারতকে রিজভী