চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক তিন বারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের দলীয় মনোনয়ন বাতিলের বিরুদ্ধে একটি মহলের মশাল মিছিল ও বিক্ষোভ প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা।
বিবৃতিতে বিএনপি নেতারা দলের মনোনীত প্রার্থী ও আনোয়ারা কর্ণফুলী আসনের তিন বারের সংসদ সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবীদ সরওয়ার জামাল নিজামের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পতনের পর বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্দেশনা অমান্য করে আনোয়ারায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে একটি মহল এলাকায় নানান অপকর্মে চালিয়ে দলের সুনাম ক্ষুন্ন করে যাচ্ছে। তারই এখন দলের মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকারের সহযোগী ও বহিরাগত লোক দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আমরা বিবৃতিদাতারা দলের মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিবৃতি দাতারা হলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির চৌধুরী আনসার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহবায়ক হারেছ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নইমুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ।
এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সাংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও বিক্ষোভের প্রতিক্রিয়ায় বলেন, চট্গ্রামে আমি একমাত্র সংসদ সদস্য ওয়ান ইলেভেনের সময় জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, বিগত আওয়ামী লীগ সরকারের আক্রোশের শিকার হয়ে ২০১৮ সালের নির্বাচনের সময়ও আমাকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি ও চরমভাবে ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত করা হয়। বিগত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরদের সাথে আঁতাত করে বিএনপি নামধারী একটি গ্রুপ আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র করে যাচ্ছে।
আমি আনোয়ারা-কর্ণফুলী আসনের দলের নেতাকর্মী এবং এলাকার সাধারণ ভোটারদের নিয়ে আমার ও বিএনপির বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে দাঁতভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ।











