আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সহসম্পাদক ও বৈরাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নগরীর বাকলিয়া থানার পুলিশ একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনোয়ারা থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের বিশেষ অভিযানে বাকলিয়ার নিজ বাসা থেকে সাবেক চেয়ারম্যান নোয়াব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, বাকলিয়া থানার অভিযানে গ্রেপ্তারকৃত সাবেক চেয়ারম্যান নোয়াব আলীর বিরুদ্ধে আনোয়ারা থানায় বিস্ফোরক মামলা রয়েছে।