আনোয়ারার বদলপুরায় সামাজিক সংগঠন ফুটন্ত ফুলের আসরের উদ্যোগে গতকাল শনিবার বদলপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রঃ) জ্ঞান অন্বেষণ ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সিইউএফএল স্কুল এন্ড কলেজ, বদলপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরিন একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেরিন একাডেমি স্কুল ও কলেজ, শাহ মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউসিয়া মাদ্রাসা, মধ্য বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়, শীতলঝর্ণা প্রাথমিক বিদ্যালয়, জাওয়াত হাসান চাইল্ড কেয়ার কেজি স্কুল, শাহমীর গাউছিয়া হাশেমীয়া মাদ্রাসা ও পতেঙ্গা কেজি স্কুলের ছাত্র/ছাত্রীগণ অংশ গ্রহণ করে। কুইজ প্রতিযোগিতার কেন্দ্র পরিদর্শন করেন বৈরাগ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মোরশেদ আলম, উত্তর বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক আহমেদ, ডাক্তার জাফর আহমেদ, বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিনিধি মোহাম্মদ নেজাম উদ্দিন, মেরিন একাডেমি স্কুল ও কলেজের শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন, পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কেন্দ্র সচিব মুহাম্মদ ইসমাইল হোসেন, ইয়াহিয়া, আরাফাত, সাকিব, মুরাদ হোসেন, জালাল উদ্দীন বাদশা, মোহাম্মদ আবছার, জুবায়ের ছিদ্দিকী, কায়মুল ইসলাম আশিক, মোহাম্দ রুবেল, নুর ইসরাত সিদ্দিকা, ইসফাত আক্তার, আনিকা তাসনিম প্রমুখ। এতে প্রাথমিক পর্যায়ে ৩য় হতে ৫ম শ্রেণির, নিম্ন মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণির এবং মাধ্যমিক পর্যায়ে ৯ম হতে ১০ম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।