চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি নেতার ঘরে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ ২৬ লাখ টাকা লুট করার ঘটনায় ৮ ভরি স্বর্ণ নিয়ে উপজেলা আওয়ামী লীগের এক সহ সভাপতিসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে আনোয়ারা থানাধীন চাতুরী চেীমুহনী এলাকা ও নগরীর হাজারি লেন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তারকৃতরা হলেন-আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের (৯ নং ওয়ার্ড) বিলপুর আলী আকবর চেয়ারম্যানের বাড়ির মৃত বকশ খানের ছেলে মো. মনির প্রকাশ সোলাইমান (৪০) ও একই ইউনিয়নের (৩ নং ওয়ার্ড) ধানপুরা গ্রামের মিলন ধরের বাড়ির মৃত লাল মোহন ধরের ছেলে মৃণাল কান্তি ধর (৬৫)। বর্তমানে যিনি নগরীর হাজারী লেন ইকুইটি কোহিনুর গোল্ড মার্কেটের মডার্ন ফেন্সী জুয়েলার্স এন্ড বুলিয়নের মালিক।
তাদের গ্রেপ্তারের পর মৃণালের হেফাজত থেকে স্বর্ণের ১ টি গলার হার, যার ওজন ২ ভরি, স্বর্ণের ২ টি হাতের বেসলেট, যার ওজন ১ ভরি, স্বর্ণের ১০ টি চেইন, যার ওজন ৪ ভরি, স্বর্ণের কানের দুল ৪ টি, ওজন ১ ভরিসহ মোট ৮ ভরি লুট করা স্বর্ণ উদ্ধার করা হয়।
গত ৩০শে জানুয়ারি রাত ৩টা হতে ৫টার মধ্যবর্তী সময় অস্ত্রশস্ত্র নিয়া কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর (৩নং ওয়ার্ড) মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরীর বাড়ির মো. গিয়াস উদ্দিন প্রকাশ বেলরি (৫০) এক তলা বসতবাড়িতে অজ্ঞাত মুখোশধারী ডাকাত বাউন্ডারি ওয়ালের কাঁটা তার কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।
এ সময় ৫ জন ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পরিবারের লোকজনকে জিম্মি করে স্বর্ণসহ ২৬ লাখ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যান। পরে কর্ণফুলী থানায় সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা (নং-৩৯) হয়। গত বুধবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর গ্রামের খলিফা পাড়ায় এ ঘটনা ঘটে।
ওসি মুহাম্মদ শরীফ বলেন, দুই আসামিকে আদালতে সোপর্দ করা হলে আসামি মো. মনির প্রকাশ সোলাইমান ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডাকাতির শিকার বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০-১২ জনের মুখোশধারী অজ্ঞাত ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করেন। আমাকে হত্যা করার হুমকি দেয়। ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ ২৬ লাখ ৬০ হাজার টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যান।