আনোয়ারায় ডিজেল পাচার চক্রের ৫ সদস্যকে ৪০০ লিটার ডিজেলসহ গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা সি–বিচ এলাকায় ডিজেল পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। এ ঘটনায় মৎস্য বন্দর ইছানগর পূর্ব জোনের কোস্টগার্ডের পেটি অফিসার মো. আব্দুল কাদের গতকাল আনোয়ারা থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফেনীর সোনাগাজির মো. ইমন (২৬), পটিয়া উপজেলার হুলাইনের মো. ইয়াসিন (২৭), নোয়াখালী বেগমগঞ্জের মো. মেহেদী হাসান বিপ্লব (২৩), ফেনী দাগনভুঁইয়ার মো. আজাদ (২৫) ও নোয়াখালী বসুরহাটের আলমগীর (২৭)।
গ্রেপ্তারকৃতরা চট্টগ্রাম শহরের বন্দর থানার ফকিরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস থাকেন। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে গহিরা সি–বিচ এলাকা থেকে ডিজেল পাচারের সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৪০০ টাকা মূল্যের ৪০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।