আনোয়ারায় ৪শ একর জমিতে হবে মুক্ত বাণিজ্য অঞ্চল

সম্ভাব্য স্থান পরিদর্শনে বিডা চেয়ারম্যান

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ৯ মে, ২০২৫ at ৯:৪৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় কর্ণফুলী টানেলের কাছেই ৪০০ একর জমিতে হচ্ছে মুক্ত বাণিজ্য অঞ্চল। দেশের প্রথম এই মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি এ স্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আনোয়ারায় ৪শত একর জমির উপর বর্তমান সরকার একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের অর্থনীতির ‘গেম চেঞ্জার’ হিসেবে এ মুক্ত বাণিজ্য অঞ্চল ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, একটি মুক্ত বাণিজ্য অঞ্চল হল বিদেশি ভূখণ্ডের মতো। এ জোনে প্রতিষ্ঠিত বিদেশি প্রতিষ্ঠানগুলো পণ্য উৎপাদনের পর তারা নিজেরাই বিদেশে পাঠাতে পারবে। বাংলাদেশের কোনো দপ্তরে তাদের ঘোরাফেরা করতে হবে না। এটি বাস্তবায়ন হলে দেশে অর্থনীতিতে এই অঞ্চল বিরাট ভূমিকা রাখবে। পাশাপাশি এই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরের অতি কাছে হওয়ায় আনোয়ারার মুক্ত বাণিজ্য অঞ্চল করার প্রস্তাবটি প্রাথমিক বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চতুর্থ দফায় বাড়ল
পরবর্তী নিবন্ধপলোগ্রাউন্ড মাঠে সমাবেশ হবে তারুণ্যের এক মহামিলন