আনোয়ারায় ৩ দুষ্কৃতকারীকে পুলিশ আটক করেছে। গতকাল রবিবার দুপুর ১টায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার জনতা তাদের ধরারপর পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, আনু মিয়া (৫৫), জাহাঙ্গীর (৪০) ও নুর নবী (২৬)। এ ব্যাপারে মামলা প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ৩ দুষ্কৃতকারী একটি সিএনজি অটোরিকশার নারী যাত্রীর টাকা ও মালামাল লুট করার চেষ্টাকালে ঐ নারীর চিৎকারে স্থানীয়রা সিএনজি চালকসহ ৩ দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে। আনোয়ারা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মনির হোসেন জানান, গতকাল দুপুরে চাতরি চৌমহনী বাজারে একটি সিএনজিতে এক নারী যাত্রীর মালামাল ছিনতাইকালে ওই নারীর চিৎকারে স্থানীয় জনতা ৩ দুষ্কৃতকারীকে ধরে ফেলে। ঘটনার খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। তিনি আরো জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পারি পুলিশের হাতে আটক ৩ দুষ্কৃতকারী নানান অপরাধে জড়িত। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।