আনোয়ারায় ৩৩ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

একদিন পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উপজেলা প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, আনোয়ারায় ভোটকেন্দ্র ৭২টি, কর্ণফুলীতে ৪৬টি, মোট দুই উপজেলায় ১১৮টি ভোট কেন্দ্র রয়েছে। যার মধ্যে ৩৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন অফিসের তথ্য মতে, আনোয়ারায় পুরুষ ভোটার ১ লাখ ২২ হাজার ১১৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৮ হাজার ৪৯০ জন। কর্ণফুলীতে পুরুষ ভোটার ৬৭ হাজার ১২৬ জন ও মহিলা ভোটার ৫৯ হাজার ১৩১ জন। দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৮৬৪ জন। দুই উপজেলায় ১১৮টি ভোট কেন্দ্র রয়েছে। আনোয়ারায় ভোটকক্ষ ৪৮৪টি, কর্ণফুলীতে ২৬৮টি, মোট ৭৫২টি কক্ষ রয়েছে। আনোয়ারায় প্রিসাইডিং অফিসার ৭২ জন, সহকারী প্রিসাইডিং ৫৩৩ জন, ১ হাজার ৬৬ জন পুলিং এর দায়িত্ব পালন করবেন। এছাড়া দুই উপজেলায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন সেনাবাহিনী এবং পুলিশ ও আনসার ভিডিপির সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ ইশতিয়াক ইমন বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি সুন্দর নির্বাচন উপহার দিবো। উল্লেখ্য, এ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী সাথে প্রতিন্দ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টি (লাঙ্গল) থেকে আবদুর রব চৌধুরী টিপু, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) থেকে মাস্টার মুহাম্মদ আবুল হোসেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) থেকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) থেকে মৌলবি রশিদুল হক, তৃণমূল বিএনপি (সোনালি আঁশ) থেকে মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) থেকে মোহাম্মদ মঈন উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের বরেণ্য আলেম মাসউদ উসমানীকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধমন ফুরফুরে করা ফুরোমন পাহাড়