আনোয়ারায় ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

আনোয়ারা বরুমচড়ায় ব্যাক্তিগত উদ্যেগে দেড় হাজার পরিবারে মাঝে ঈদ উপহার বিলি করেছেন বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আরিফ। স্থানীয় বরুমচড়া, জুঁইদন্ডি ইউনিয়নসহ আশপাশের এলাকায় দেড় হাজার পরিবারের মাঝে ২০ লক্ষাধিক টাকার বেশি ঈদ উপহার প্রদান করা হয়। গত রবিবার বিকালে ঈদের আগের দিন বরুমচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভরাচর এলাকার নিজ বাড়ি থেকে এসব ঈদ উপহার প্রদান করা হয়। এ সময় বিএনপি নেতা জসীম উদ্দীন, সমাজ সেবক নাছির উদ্দীন, ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, আবদুল কাদেরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী আলী হোসেন আরিফ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও আমি আমার পরিবারে সকল সদস্যদের সাথে নিয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে দেড় হাজারের বেশি পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করার চেষ্ঠা করেছি।

পূর্ববর্তী নিবন্ধএমএসকে ফাউন্ডেশনের উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধঅর্থী ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প