আনোয়ারায় ঝড়ো হাওয়ার তাণ্ডবে উপজেলার বটতলী রাডার অফিস এলাকায় বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার লাইন ক্ষতিগ্রস্ত হয়ে গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার ১১ ইউনিয়নের কোথাও বিদ্যুৎ লাইন বন্ধ থাকায় ৯০ হাজার গ্রাহক অন্ধকারে। ফলে ভোগান্তির শেষ নেই উপজেলার ৩ লক্ষাধিক মানুষের।
আনোয়ারা উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন জানান, প্রচণ্ড ঝড়ো হওয়ার কারণে গতকাল সকাল থেকে উপজেলার বটতলী ইউনিয়নের রাডার অফিস এলাকার বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়ে পুরো উপজেলায় বিদ্যুৎ লাইন চালু করা সম্ভব হচ্ছে না। সকাল থেকে বিদ্যুৎ বিভাগের টেকনিশিয়ানরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিদ্যুৎ লাইন চালু করতে কাজ করে যাচ্ছে। রাত ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ারায় কোথাও বিদ্যুৎ লাইন সচল হয়নি।












