আনোয়ারায় ১০ বসতঘরে পুড়ে ছাই, কিশোরী দগ্ধ

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ৬:৩৯ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নে ১০ বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের গহিরা হাওলাদার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

এতে এক প্রতিবন্ধি (১৬) কিশোরী অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে স্থানীয় আনোয়ারা হোসেন, মো. জালাল, ফোরকান, নাজির আহমদ, আবদুস সালাম, বাবুল হক, মো. সেলিম, মো. লিটন, মো. রিপন, ও ফরিদের বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আনোয়ার হোসেন আজাদীকে বলেন, আগুনে আমার ১৬ বছরের প্রতিবন্ধি কিশোরী কন্যা ঝলসে গেছে। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুন কিভাবে লাগল জানিনা, আমার আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী খাজা আহমদ জানান, দুপুর আড়াইটার দিকে আনোয়ারা হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে, ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মং সুই নু বলেন, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়েছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে মার্মা পাটির ক্যাম্পে আগুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বন্যা, সাজেক ও লংগদুর সাথে যান চলাচল বন্ধ