আনোয়ারায় হাতির আক্রমণে কাঠ মিস্ত্রি আহত

একদিনের ব্যবধানে দুই ব্যক্তি হাতির আক্রমণের শিকার হলেন

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ছবেদুল হক (৬০) নামে এক কাঠ মিস্ত্রি গুরুতর আহত হয়েছে। গত সোমবার রাত ১০টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই নিয়ে গত একদিনের ব্যবধানে বৈরাগ ইউনিয়নে হাতির আক্রমণে দুই ব্যক্তি আহত হল।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ১০টার দিকে ছবেদুল হক রাতে বসতঘরের দরজা খুলতেই উঠানে দাঁড়িয়ে থাকা হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হয়। ১ দিনের ব্যবধানে হাতির আক্রমণে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সোমবার রাতে মুহাম্মদপুর গ্রামে এক ব্যক্তি হাতির আক্রমণে আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার শাহী জামে মসজিদের পুনঃসংস্কার কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে অস্ত্রসহ ছয় ছিনতাইকারী গ্রেপ্তার