আনোয়ারায় হাতির আক্রমণে আহত নিরাপত্তাকর্মী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৫ জানুয়ারি, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

আনোয়ারায় হাতির আক্রমণে মো. হাকিম নামের এক কেইপিজেড নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার রাতে কেইপিজেডের মরিয়ম আশ্রম এলাকায় দায়িত্ব পালনকালে তিনি হাতির আক্রমণের শিকার হন। ঘটনার পর কেইপিজেডের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন।

কোরিয়ান ইপিজেডের উপমহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, হাতির কারণে কেইপিজেড শিল্পজোনে বিনিয়োগকারী থেকে শুরু করে শ্রমিককর্মচারী সবাই আতংকিত। আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, হাতির আক্রমণে কেইপিজেডের একজন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

পূর্ববর্তী নিবন্ধসঙ্গীতের মাধ্যমে দেশপ্রেমের উজ্জীবন ঘটে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তক্ষক পাচারকালে আটক ৩