আনোয়ারায় মো. শওকত (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক গ্রামের কমলার বাপের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শওকত স্থানীয় মাছ ব্যবসায়ী মো. কায়সারের পুত্র এবং স্থানীয় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারে বাবা মায়ের পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে ১৪ বছরের একটি শিশুর মৃত্যুর ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ পারমিতা চৌধুরী বলেন, বিকেল ৩টার পর শওকতকে হাসপাতালে আনা হলেও তার আগেই সে মারা যায়।